[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

নিবিড় তত্ত্বাবধায়নে চিকিৎসা চলছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৮:৫১ পিএম

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা

জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বিশেষ মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার চিকিৎসা পরিচালনা করছে। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত আছেন।

তিনি বলেন, দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে— যেন বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

রবিবার রাত ৮টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। এরপর অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ড বৈঠক করে। বৈঠকে দেশ-বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে খালেদা জিয়া বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। বর্তমানে তার একাধিক শারীরিক জটিলতা দেখা দিয়েছে, যার মধ্যে বুকে সংক্রমণ অন্যতম।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর