[email protected] মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

মনোনয়ন সংকটে তৃণমূলে বিরোধ—ক্ষতিগ্রস্ত বিএনপি, লাভবান জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৮:১৬ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে প্রচারণায় ব্যস্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা।

তবে প্রাথমিক মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূলে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে। অনেক আসনে মনোনয়নপ্রত্যাশী ও বঞ্চিতদের সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এতে বিএনপির রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে, আর সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল।

জানা গেছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির অভ্যন্তরীণ মনোনয়ন–সংক্রান্ত বিরোধ তত বাড়ছে। প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় প্রচুর অর্থ ব্যয় করে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে বঞ্চিত নেতারা সম্ভাব্য পরিবর্তনের আশায় সমান উৎসাহে মাঠে সক্রিয়, এমনকি ব্যয় করছেন উল্লেখযোগ্য অর্থও।

বঞ্চিতদের সমর্থকরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। পাল্টা হিসেবে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরাও মাঠে নিজেদের অবস্থান দৃঢ করতে কর্মসূচি দিচ্ছেন। এতে তৃণমূলে বিভক্তি আরও বাড়ছে, যা বিএনপির জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

বিরোধ মেটাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করছেন হাইকমান্ডের নেতারা। তবে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন অনেক তৃণমূল নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দল আগেই জানিয়েছে, এটি চূড়ান্ত নয়—সম্ভাব্য প্রার্থী তালিকা। প্রয়োজন মনে করলে পরিবর্তন অবশ্যই হবে। অনেক আসনে মনোনয়নের যোগ্য একাধিক নেতা থাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধান করছি।”

দলের একাধিক সূত্র জানায়, আসনভিত্তিক বিরোধ, প্রার্থীদের শক্তিমত্তা এবং বঞ্চিত নেতাদের অবস্থান যাচাইয়ে একটি টিম কাজ করছে। তাদের রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন করা হবে।

ঘোষিত ২৩৬ আসনের মধ্যে কমপক্ষে ৪০টিতে মনোনয়ন নিয়ে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। বঞ্চিত নেতাদের অভিযোগ—স্থানীয় জনপ্রিয়তা যাচাইয়ে ভুল হয়েছে বা জরিপে ভুল তথ্য ব্যবহার করা হয়েছে।

বঞ্চিত ও সম্ভাব্য উভয় পক্ষই বলছে, প্রতিদিন ধানের শীষের পক্ষে প্রচারণায় বিপুল অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে। তবে মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা দীর্ঘ হলে লাভবান হবে জামায়াতসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দল।

তৃণমূলে অনেকেই মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দ্রুত নিষ্পত্তি না করলে নির্বাচনি মাঠে এই বিভক্তির ফায়দা তুলবে দলের প্রতিপক্ষরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর