বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থা বিবেচনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর বরাতে বিষয়টি জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ড চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। তিনি বলেন, “চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন—মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”
গত রোববার (২৩ নভেম্বর) রাতে জরুরি পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি মেডিকেল বোর্ডের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে আসা-যাওয়া করছিলেন।
এসআর
মন্তব্য করুন: