বাংলাদেশে কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম–খতিব জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “উপযুক্ত তথ্য–প্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না—ইমাম–খতিবদের তো নয়ই। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামবিদ্বেষী আচরণ করেছে।”
রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদ ব্যবহারের প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “দুনিয়ার কোনো কার্যক্রম যেন মসজিদে প্রশ্রয় না পায়। রাজনৈতিক চর্চার জন্য যথেষ্ট জায়গা আছে। আমাদের ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।”
এসময়, জাতীয় ঐক্যের মাধ্যমে ভবিষ্যতের পথে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “দেশের নবযাত্রা শুরু হয়েছে—আমাদের সবাইকে নিয়ে এর অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।”
এসআর
মন্তব্য করুন: