[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:৩৯ পিএম

সংগৃহীত ছবি

জরুরি কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে কেবিনে আছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে।

এর আগে গত ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসজনিত জটিলতা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর