সম্প্রতি ‘আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করা হবে’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন একটি বক্তব্যের অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এরপরই তাকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। এই সমালোচনার জবাবে এবার সরব হয়েছেন তার মেয়ে শামারুহ মির্জা।
ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ হৃদয়স্পর্শী পোস্টে তিনি সমালোচকদের একহাত নিয়ে বলেন—গত আগস্ট থেকে তার বাবাকে উদ্দেশ্য করে ধারাবাহিকভাবে ‘মিথ্যাচার, চরিত্রহনন ও মানসিক নির্যাতন’ চালানো হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন—
“তিনি কি অসৎ? না।
তিনি কি ঘুষখোর? না।
তিনি কি জনবিরোধী? না।
তাহলে কেন তাকে নিয়ে ভিত্তিহীন অপবাদ ছড়ানো হচ্ছে?”
শামারুহর দাবি, মির্জা ফখরুল সবসময় দেশের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। নিজের রাজনৈতিক জীবনের ৪৫ বছরে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গেছেন, কারাবরণ করেছেন, হামলার শিকার হয়েছেন—এমনকি পরিবার নিয়েও বহু কষ্ট সহ্য করেছেন।
তিনি স্মরণ করিয়ে দেন—২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তার বাবার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি।
পোস্টে তুলে ধরা হয় মির্জা ফখরুলের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের উন্নয়নকার্য, কৃষি প্রতিমন্ত্রী ও বিমানমন্ত্রী থাকাকালে নেওয়া সিদ্ধান্ত এবং জনস্বার্থমুখী কর্মকাণ্ডের নানা দিকও।
শামারুহর বক্তব্যে স্পষ্ট—তিনি তার বাবাকে একজন সৎ, ত্যাগী ও নীতিবান জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং সম্প্রতি তাকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তার এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে একজন রাজনীতিকের ব্যক্তিগত ত্যাগ ও সততার দলিল হিসেবে দেখছেন; আবার অনেকে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন বিতর্ক বলেও মন্তব্য করছেন।
এসআর
মন্তব্য করুন: