[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

‘পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান’—যা বললেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করা হলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হবে না।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি তিনটি ছবি শেয়ার করেন—এর মধ্যে একটি অনলাইন সংবাদমাধ্যম দৈনিক শিক্ষা-এর স্ক্রিনশট, যেখানে লেখা রয়েছে: “পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান।” অন্য দু’টি ছবি জর্জ অরওয়েল রচিত দুটি বিখ্যাত বই—Animal Farm এবং 1984—যা তিনি সবার জন্য পাঠ্য হিসেবে সুপারিশ করেছেন।

সোহেল তাজ তার পোস্টে লেখেন—
“যখন কোনো দল বা গোষ্ঠী ক্ষমতায় বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, তখন নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়। দেশপ্রেম জেগে ওঠে না, আর আমরা দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার একই চক্রে আবদ্ধ থাকি।
২০২৪ সালে বাংলাদেশ স্বৈরাচারী ও অগণতান্ত্রিক অপশাসন থেকে মুক্ত হয়েছে, আর ১৯৭১ আমাদের দিয়েছে স্বাধীনতা। সঠিক ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করা হলে দেশের ভবিষ্যৎ কোনোদিন উজ্জ্বল হবে না।”

তিনি আরও উল্লেখ করেন,
“Who controls the past controls the future” — 1984

শেষে তিনি সবাইকে জর্জ অরওয়েলের দুটি বই—
১. Animal Farm
২. 1984
—পড়ার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর