বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি
স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তার গাড়িবহর রওনা দেয় এবং রাত ৮টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
এর আগে দলের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে বাসায় ফেরানো হবে নাকি হাসপাতালে রাখা হবে—এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ইতোমধ্যে ফেনী-১ আসনসহ মোট তিনটি আসনে খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণা করেছে।
এসআর
মন্তব্য করুন: