[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

হাসপাতালের উদ্দেশে রওনা খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে আবার বাসায় নেওয়া হবে কি হাসপাতালে থাকতে হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর