[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য বৈঠকে বসছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেবেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিদ্যুৎ আমদানি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর