[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ১:৪২ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে সাত শিক্ষার্থী আহত হন। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কেউ স্পষ্টভাবে জানাতে চাননি।

শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন— সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের আয়োজিত মিলাদ মাহফিলে একটি পক্ষকে আমন্ত্রণ না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

এ নিয়ে ক্যান্টিন বন্ধ করে দেওয়া হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরে অস্থায়ী আদালত থেকে আনা কিছু রডকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা শেষে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাতজন আহত শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের সবার মাথায় আঘাত রয়েছে এবং জরুরি বিভাগের চার নম্বর কক্ষে চিকিৎসা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর