[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ৩:১৪ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায় আইনি প্রক্রিয়া অনুযায়ী বাস্তবায়িত হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, এ দেশের মানুষ দেখতে চায় যে স্বৈরাচার বা ফ্যাসিবাদী শাসনের কোনো স্থান বাংলাদেশে নেই।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ প্রকৃত গণতান্ত্রিক দল নয়; তারা গণতন্ত্রের মুখোশ পরে মাফিয়া-ফ্যাসিস্ট শক্তি হিসেবে কাজ করেছে। বারবার সংবিধান লঙ্ঘন তাদের রাজনৈতিক আচরণের অংশ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “জনগণের গণ-অভ্যুত্থান ও অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ বৈষম্যমুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়।”

তিনি সতর্ক করে বলেন, “রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা জনআকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উত্থান হতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা বজায় রাখা সবার দায়িত্ব।”

সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা–৬ আসনে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা গুপ্তচর ও সন্ত্রাসী চক্রকে ব্যবহার করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন।” তিনি আরও দাবি করেন, বাংলাদেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

ইশরাক দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, “বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে; দেশকে করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ আরও অনেকেই বক্তব্য দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর