[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

গণভোটের ‘হ্যাঁ-না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ২:০৪ পিএম

সংগৃহীত ছবি

গণভোট প্রসঙ্গে সাধারণ মানুষের মধ্যে এখনো স্পষ্ট ধারণা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার মতে, পিআর বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি দেশের বেশিরভাগ মানুষের কাছে অপরিচিত হওয়ায় গণভোটের সিদ্ধান্ত—‘হ্যাঁ’ বা ‘না’—বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবি’র মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর ধরে দেশের ওপর ‘একটি ভয়াবহ দানবীয় সরকার’ শাসন চালিয়েছে। নিজেদের সমর্থকদের সুবিধা দিতে গিয়ে তারা রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি সব সময়ই ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র ও মানুষের অধিকারকে গুরুত্ব দিয়ে কাজ করেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর