দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং নানান দুর্ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, “রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি গভীরভাবে শোকাহত।”
তিনি আরও যোগ করেন, “আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করি—তিনি যেন নিহতদের পরিবারকে এই শোক ও কষ্ট সহ্য করার শক্তি দান করেন। দুর্যোগ মোকাবিলায় সরকার যদি পূর্ব থেকে অধিক সতর্ক থাকত, তবে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব হতো।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ অতীতের মতোই এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষত কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াবে—এ বিশ্বাস আমার অটুট। বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।”
শেষে তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ যেন দেশবাসীকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন—এ কামনা জানান।
এসআর
মন্তব্য করুন: