সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে
অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ (শুক্রবার) ঢাকা সেনানিবাসে উপস্থিত হয়েছেন। বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে তিনি সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে প্রবেশ করেন।
খালেদা জিয়ার আগমনের পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েক মিনিট ব্যক্তিগতভাবে আলাপ করেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তবে ওই আলাপের বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
শায়রুল কবির জানান, খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে অনুষ্ঠানে যান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি এবং খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের এ আয়োজনে যোগ দেন।
উল্লেখ্য, গত বছরও সশস্ত্র বাহিনী দিবসের একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসআর
মন্তব্য করুন: