[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

জান্নাতের টিকিট বিক্রি করি না, অভিযোগটি ভিত্তিহীন’ - গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১:৫২ এএম

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাদের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

তিনি বলেন, “আমরা কখনো জান্নাতের টিকিট বিক্রি করি না—এটি ডাহা মিথ্যা কথা। মানুষকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেতে আমরা শুধু আল্লাহ ও তাঁর রাসুল (সা.)–এর নির্দেশিত পথ অনুসরণে উৎসাহ দিই।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনার ফুলতলা উপজেলার আটরা–গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মহিলা ভোটার সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তৃতায় তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি ঘোষণা দিক—তারা যদি ক্ষমতায় গেলে কোরআনের আইন বাস্তবায়নের অঙ্গীকার করে, তাহলে আমরা কাল থেকেই বিএনপি করব। তারা শরিয়া আইন প্রতিষ্ঠার কথা বলুক, তাহলেই আমরা তাদের ভোট দেব।”

তিনি আরও দাবি করেন, রাষ্ট্রে ইসলামী আইন প্রতিষ্ঠা হলে সব ধর্ম–বর্ণের মানুষের জন্য ন্যায়, শান্তি ও ইনসাফ নিশ্চিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলদারিত্ব বন্ধ হবে এবং ইসলামই প্রকৃত সমান অধিকার নিশ্চিত করতে পারে।

নারীদের অবদান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ইসলামের ইতিহাসে নারীদের বীরত্বগাথা অনন্য। ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর