[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ১:৪৫ এএম

সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তিনি গুলশানের বাসভবন থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান বৃহস্পতিবার রাতে জানান, বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, “দলীয় চেয়ারপার্সন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সংবর্ধনায় অংশ নেবেন।”

গত বছরও খালেদা জিয়া দীর্ঘদিন পর প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর ছিল তার শেষ জনসমাগমে উপস্থিতি।

এবারের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর