[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকা-৮ থেকে এনসিপির মনোনয়ন নিলেন আলোচিত রিকশাচালক সুজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৮:৫৮ পিএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে আলোচিত ব্যক্তি হিসেবে পরিচিত রিকশাচালক মো. সুজন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে ঢাকা-৮ আসনে লড়তে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র নেন।

ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুজন বলেন,
“যারা এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন—তাহলে আমি রিকশাচালক হয়েও কেন সংসদে যেতে পারব না?”
তিনি আরও জানান, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ন্যায়বিচারের পক্ষে ভূমিকা রাখতেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

ঢাকা-৮ আসনে ইতোমধ্যে প্রধান দলগুলোর মনোনয়নও প্রায় নিশ্চিত হয়েছে। বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর