[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৭:৪৪ পিএম

সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি গুলশানের বাসভবন থেকে অনুষ্ঠানে রওনা দিতে পারেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর জানান, খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও পরিস্থিতি অনুকূলে হলে তিনি শুক্রবার অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে, গত বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া উপস্থিত ছিলেন। ওইদিন তিনি পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে সংবর্ধনা জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর