[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতির সময় নিয়ে এনসিপির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৭:২৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রস্তুতির সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে দলের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রার্থীদের জন্য সাধারণত লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৩–৪ মাস সময় দেওয়া হয়। তবে এবারের জন্য কার্যত মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। এছাড়া দুটি স্পেশাল বিসিএসের কারণে অনেক প্রার্থীর প্রস্তুতির সময় আরও কমে গেছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যান্য ব্যাচের তুলনায় বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এনসিপি আশা প্রকাশ করেছে, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে। লিখিত পরীক্ষা কেবল দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয়, বরং সঠিক ও ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত হবে। এছাড়া ৪৭তম বিসিএসের পরীক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর