ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, এখন সেটি পুনর্বহাল হওয়ায় জনগণের উপকার হবে এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিও ইতিবাচক হবে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। এর আগে একই স্থানে ইসলামী আন্দোলনের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সমাবেশে উপস্থিত লোকজনকে ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান মুফতি ফয়জুল করিম।
তিনি বলেন, পূর্বের অভিজ্ঞতায় দেখা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে। তাই নতুন আইন প্রণয়নের মাধ্যমে জনগণ আশ্বস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
রাজনৈতিক জোট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। যদিও এটি আনুষ্ঠানিক জোট নয়, তবে ইসলামের পক্ষে একটি ভোটব্যবস্থা বা "একটা বাক্স" থাকবে বলে তিনি আশাবাদী।
শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় প্রসঙ্গে তিনি বলেন, আদালত আইনগত ভিত্তিতেই রায় ঘোষণা করেছেন। এখন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
এসময়ে সমাবেশে চরসামাইয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ মহরীর সভাপতিত্বে ভোলা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসআর
মন্তব্য করুন: