[email protected] শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৬ অগ্রহায়ণ ১৪৩২

৩–৪ কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’ আসছে: আইন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই ‘গণভোট আইন’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচারবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে, গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।
তিনি বলেছিলেন, নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে আয়োজন করলে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, বরং নির্বাচন হবে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন ‘গণভোট আইন’ চূড়ান্ত করা হচ্ছে।

আসন্ন গণভোটে চারটি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্ন রাখা হবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর