[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মব ভায়োলেন্স’ পরিহারের আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৪:১৬ পিএম

সংগৃহীত ছবি

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশে ‘মব ভায়োলেন্স’ বা গণ-উগ্রতা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে চলমান বিচারিক প্রক্রিয়ার সময়ে দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে তার আশঙ্কা। তার দাবি, “বিশেষ একটি মহল আদালতের রায়ের গুরুত্ব কমিয়ে দিতে জনমনে অন্য বিষয়ে দৃষ্টি ফেরাতে চাইছে।” রাজনৈতিক দলগুলোকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রে ফেরার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন,
“বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে দিতে না চাইলে গণতান্ত্রিক পথে ফিরতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। বিএনপিসহ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন,
“এককভাবে সংস্কার দাবি করা সংকীর্ণতা। বিএনপি বহুদিন ধরে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলে আসছে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ট্রানজিশনাল পিরিয়ড’ হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন,
“নির্বাচনের তফসিল এখনো হয়নি, তবে আশা করি শিগগিরই হবে। তবে নির্বাচনই শেষ কথা নয়—নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যাওয়া এবং তা প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, টেকসই রাষ্ট্র গঠনে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী হতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জিয়া পরিষদের অধ্যাপক বি. এম. নাগিব হোসেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও বইয়ের সম্পাদক বাবুল তালুকদার।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর