[email protected] রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২

সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ৪:১৫ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বিএনপির

স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আচরণবিধি মান্য করে নির্বাচন করতে হবে। তিনি মনে করেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে প্রার্থীদের নিয়ম মেনে চলা ছাড়া বিকল্প নেই।

ড. মঈন খান বলেন, ইসির সঙ্গে এ ধরনের সংলাপ নতুন কিছু নয়। আগের আলোচনাগুলো থেকে পুরোপুরি সাফল্য বা ব্যর্থ—এ দুইভাবে দেখার সুযোগ নেই, কিন্তু সংলাপের ধারাবাহিকতাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।
তফসিল নিয়ে কমিশনের দৃঢ় অবস্থান দেখতে না পেলেও তিনি স্বীকার করেন যে তফসিল ঘোষণার প্রক্রিয়া থেকে বের হওয়ার সুযোগও নেই।

নিয়ম ও বিধিনিষেধ তৈরির প্রসঙ্গে তিনি বলেন, শুধু অঙ্গীকারনামা নিলেই হবে না; রাজনৈতিক দলগুলোর নিজেদের আচরণ সংশোধন করতে হবে। তার মতে, যত বেশি নিয়ম যোগ করা হবে, ভাঙার প্রবণতাও বাড়তে পারে। তাই শাস্তির বিধান স্পষ্ট হওয়া জরুরি।

বাকস্বাধীনতার নতুন ক্ষেত্র হিসেবে এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্যের বিষয়টিও তিনি সামনে আনেন। মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তার অপব্যবহার ঠেকাতে সবার দায়িত্বশীল থাকা দরকার বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ এখন এক ধরনের সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, আর এই সময়ে ইসির সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসির নিজস্ব জনবলকে যথাযথভাবে কাজে লাগানো উচিত এবং রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেই হওয়া দরকার। এতে নির্বাচন প্রক্রিয়ার মান উন্নত হবে বলে তিনি মনে করেন।

ড. মঈন খান আরও বলেন, স্বাধীনতা মানে সীমাহীন স্বাধীনতা নয়। নির্বাচন চলাকালীন আচরণবিধি মানা সবার দায়িত্ব। ধর্মীয় স্থান বা সাম্প্রদায়িক বিষয়কে রাজনীতিতে ব্যবহার করার বিরুদ্ধে তিনি জোরালো অবস্থান নেন এবং সকল নাগরিককে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সবশেষে তিনি নির্বাচন কমিশনকে সংবিধান প্রদত্ত ক্ষমতা দৃঢ়ভাবে প্রয়োগ করার অনুরোধ জানান এবং বলেন, ইসিকে কারও কাছে নতজানু হওয়ার প্রয়োজন নেই।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর