[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

হাসিনার রায় কার্যকর করার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে : খায়ের ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৭:৫৪ এএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল

খায়ের ভুঁইয়া বলেছেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং লাখো মা–বোনের ত্যাগের ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, যার একটি সংবিধান রয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জোরপূর্বক নানা আইন প্রণয়ন করলেও জনগণের আন্দোলনের সামনে সেগুলো টেকেনি। তিনি দাবি করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় জনগণ দ্রুত কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হবে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মধুপুর মাদরাসা মাঠে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আবুল খায়ের ভুঁইয়া বলেন, ঢাকায় একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। পূর্বের সরকার আন্দোলনের সময়ে অবৈধভাবে দমন-পীড়ন চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, ছাত্র আন্দোলনের সময় সাধারণ মানুষ, এমনকি শিশু পর্যন্ত হত্যার শিকার হয়েছিল—যা দেশের ইতিহাসে এক নির্মম অধ্যায়।

তিনি আরও বলেন, দেশের জনগণের নিরাপত্তার জন্য কেনা অস্ত্র অপব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের দমন করার চেষ্টা করা হয়েছিল। তার দাবি, গণতন্ত্রের অগ্রযাত্রা থামাতে ভয়-ভীতি সৃষ্টি করা হয়েছিল। কিন্তু ছাত্রসমাজ ও জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের কারণে সেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং পরবর্তীতে আজকের রায় ঘোষণা করা হয়।

সভায় রায়পুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্লাল হোসেন সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন ঢাকার নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু এবং উদ্বোধক ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী।

রায়পুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ রুবেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, রায়পুর পৌর মহিলা দলের সভাপতি নাছিমা ছানোয়া প্রমুখ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর