জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর রাজধানীসহ দেশজুড়ে নানা স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ছোট পোস্টে লেখেন— “কোথাও কোনো মিষ্টি নেই।” তাঁর এই মন্তব্য ব্যাপক আলোচনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে লোকজনের উদযাপনমূলক মিষ্টি বিলির ঘটনার প্রতিক্রিয়াতেই তিনি এ বার্তা দিয়েছেন।
সেদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তির ভিত্তিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার পর ঢাকার বিভিন্ন এলাকায় এবং দেশের অন্যান্য স্থানে মিষ্টি বিলির যেসব দৃশ্য সামনে এসেছে, তার মাঝেই আসিফ মাহমুদের এ সংক্ষিপ্ত পোস্ট বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
তাঁর এই মন্তব্য উদযাপনমূলক ঘটনাগুলোর প্রতি ইঙ্গিত করে কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।
এসআর
মন্তব্য করুন: