আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হবে।
এ রায়কে ঘিরে পুরো জাতি অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকায় অল্প সময়ের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে। আমি আশা করব— আন্তর্জাতিক মানদণ্ডে একটি ন্যায়সংগত বিচার নিশ্চিত হবে। জাতি অপেক্ষায় আছে।’
এদিকে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), দেশের সব গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় পর্দায় রায় দেখার ব্যবস্থাও করা হয়েছে।
আজ সকাল থেকেই ট্রাইব্যুনালে অবস্থান নিয়েছে বিটিভির বিশেষ লাইভ টিম। সকাল ৮টার পর তারা ট্রাইব্যুনাল গেটে পৌঁছে সম্প্রচারের প্রস্তুতি নেয়। আদালত ফটকের বাইরে ইতোমধ্যেই জড়ো হয়েছেন দেশি–বিদেশি গণমাধ্যম কর্মীরা।
আদালত সূত্র জানায়, বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় ঘোষণা করবেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: