[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৩:৫১ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষের দিকে দেশে ফিরতে পারেন বলে দলটির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

দেশে ফিরেই তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পরিকল্পনা করছেন।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন করে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে না নির্বাচন কমিশন (ইসি)।

ফলে ভোটার হতে হলে তারেক রহমানকে অবশ্যই তফসিলের আগেই দেশে ফিরতে হবে।

২০০৮ সালে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে অবস্থান করায় তারা ভোটার হতে পারেননি। কয়েক মাস আগে দেশে ফিরে জুবাইদা রহমান ভোটার হলেও তারেক রহমান এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং সেখানেও ভোটার হওয়ার আবেদন করেননি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখা সূত্র জানায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তারেক রহমানকে অবশ্যই ছবিসহ জাতীয় পরিচয়পত্র নিতে হবে। এ জন্য তাঁকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ঘোষণার আগে দেশে না ফিরলে তিনি আইনি জটিলতায় পড়তে পারেন, কারণ তফসিল পরে সব ধরনের নতুন নিবন্ধন, মাইগ্রেশন ও ভোটার অন্তর্ভুক্তি বন্ধ থাকে।

অফিসটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তারেক রহমান যদি বাংলাদেশে এসে ভোটার হতে চান, তবে তাঁকে তফসিল ঘোষণার আগেই ফিরতে হবে।

যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি সেখানে ভোটার হবেন না—বাংলাদেশে এসেই ভোটার হতে চান বলে জানিয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর