[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় নির্বাচন

ঢাকা-৫ আসনে এনসিপির প্রার্থী দৌড়ে জুলাই বিপ্লবের সাদিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৬:২৭ পিএম

ঢাকা-৫ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী কমিটির সদস্য সাদিল আহমেদ। গণঅভ্যুত্থানের পর যাত্রাবাড়ি এলাকায় শহীদ ও আহতদের তালিকাভুক্তকরণ এবং দেশের প্রথম স্মৃতি ফলক উন্মোচনে নেতৃত্ব দিয়ে তিনি এলাকাজুড়ে বিশেষ পরিচিতি অর্জন করেন। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে যাত্রাবাড়ি, শনিরআখড়া ও কাজলা এলাকায় তার সরব উপস্থিতি স্থানীয়দের নজর কেড়েছিল।

শিক্ষাজীবনে সাদিল আহমেদ ঢাকা কলেজ (অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে স্নাতক ও এইচএসসি সম্পন্ন করেন তিনি। এর আগে যাত্রাবাড়ির বর্ণমালা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে সাদিল আহমেদ বলেন, “জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোর প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের দেওয়া অর্থে আমি ফরম সংগ্রহ করেছি। এই অর্থ আমি দোয়া ও আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছি।”

করোনাকালে তিনি কমিউনিটি সাপোর্ট টিমের (CST) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ওয়ার্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এবং মানবিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

শনিরআখড়ার নয়াপাড়া এলাকার মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সাদিল আহমেদের পৈত্রিক নিবাস চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবা এসএসসি শেষে জীবিকার সন্ধানে ঢাকায় এসে ব্যবসায় যুক্ত হন। মা একজন গৃহিণী। তার দাদা মরহুম নুরুল ইসলাম মুন্সি হাবিব ম্যাচ ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর