আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা।
একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
নির্বাচনের আগে এমন আন্তর্জাতিক সমর্থন পেয়ে অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, “আমিসহ বহু বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী অখণ্ডতা নিয়ে স্পষ্ট ও বিবেকসম্পন্ন বক্তব্য উপস্থাপন করেছেন।
তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশের মানুষের কল্যাণে গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকরা রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এবং অবাধ–সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। “সাধারণ মানুষ স্থিতিশীলতা, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়,”—যোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, নির্বাচন অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে অস্ট্রেলিয়ান এমপিদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ। “গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন নির্বাচন হয় অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত,” মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়েও কৃতজ্ঞতা জানান। তার ভাষায়, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা সত্যনিষ্ঠভাবে এসব উদ্বেগ বিশ্বমঞ্চে তুলে ধরছেন এবং দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছেন।
শেষে তিনি লেখেন, “অস্ট্রেলিয়া ও বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখে। অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সংহতি আমাদের মনে করিয়ে দেয়—গণতন্ত্রের প্রতি বৈশ্বিক অঙ্গীকার এক ও অভিন্ন। সব জাতি যখন মিলিত হয়, তখন শান্তি, ন্যায়বিচার ও অগ্রগতির পথ সুদৃঢ় হয়।”
পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও শেয়ার করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: