রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের উত্থাপিত দাবিগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
একইসঙ্গে তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’—রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে—পুনর্বহাল করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা আল্লাহর রাসুলকে মানেন না, তারা মুসলিম হতে পারেন না। এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট।” তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে খতমে নবুয়ত পরিষদের দাবিগুলো যথাযথভাবে সংসদে উত্থাপন করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.) সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত। আমরা বিশ্বাস করি— ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এরপর নবুয়ত দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।”
তিনি আরও বলেন, মুসলিম পরিচয়ের ভিত্তি হলো শেষ নবীর প্রতি দৃঢ় বিশ্বাস; এই ঐক্য অটুট থাকলে জাতিকে বিভক্ত করা সম্ভব নয়।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি তুলে বক্তারা বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তাদের আহ্বান রয়েছে।
খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলনে দেশ-বিদেশের আলেম-ওলামাসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আয়োজনে পাঁচটি দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এসআর
মন্তব্য করুন: