যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ঘোষিত বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে দলের হাইকমান্ডে আবেদন করেছেন দুই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ ৫২ নেতা।
সম্প্রতি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই আবেদনপত্র পাঠান।
চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘোষিত প্রার্থীর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের যোগাযোগ নেই এবং দীর্ঘ ১৭ বছর এলাকায় সক্রিয় না থাকায় তাকে মাঠে গ্রহণযোগ্য মনে করছেন না স্থানীয়রা।
তিনি বলেন, “যে নাম ঘোষণা করা হয়েছে, তিনি মামলাহামলা কিংবা আন্দোলনের সময় কখনো পাশে ছিলেন না। এমন প্রার্থীর পক্ষে কর্মীদের মাঠে নামানো কঠিন।”
তিনি আরও জানান, তাদের কোনো নির্দিষ্ট পছন্দ নেই—তবে এলাকাবাসী ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এমন কাউকে মনোনয়ন দিলে তারা একযোগে কাজ করবেন।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুনও প্রার্থী পুনর্বিবেচনার আবেদন নিশ্চিত করেছেন। তার ভাষ্য, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫ নেতা আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, “জামায়াতের সম্ভাব্য শক্তিশালী প্রার্থীর বিপরীতে বর্তমান মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর জয়ের সম্ভাবনা আমরা খুবই কম দেখছি। তাই নতুন প্রার্থী প্রত্যাশা করছি।
এসআর
মন্তব্য করুন: