[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

“বিএনপি ও জামায়াত এক চামচ করে পেয়েছে, কিন্তু জনগণের প্লেট খালি” : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৯:০৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় সরকার রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করলেও জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার ভাষায়, “সরকার বিএনপি ও জামায়াতকে এক

তার ভাষায়, “সরকার বিএনপি ও জামায়াতকে এক চামচ করে দিয়েছে, কিন্তু জনগণের প্লেট খালি।”

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি প্রথমে এনসিপি-ই তুলেছিল। পরে তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
তিনি বলেন, “সরকার আইনি ভিত্তি দিয়েছে ঠিকই, কিন্তু তা রাজনৈতিক দলের পাতে সামান্য ভাগ তুলে দেওয়ার মতো। বিএনপিকে এক চামচ, জামায়াতকেও এক চামচ—কিন্তু জনগণের জন্য কিছুই রাখা হয়নি।”

ফ্যাসিবাদী মনোভাব ঠেকাতে সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন,
“আমরা চেয়েছিলাম, ‘৭২-এর ফ্যাসিবাদী কাঠামো বদলে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নতুন কাঠামো আনা হোক। যাতে ভবিষ্যতে কেউ আবার হাসিনার মতো উদ্ভূত হয়ে জনগণের ওপর গুলি চালাতে না পারে। দুর্ভাগ্য—এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা দরজায় কড়া নাড়ছে।”

এনসিপি নেতা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে চায়নি।
তিনি বলেন, “আমরা বলেছিলাম, ড্রাফট আগে দেখতে চাই। কিন্তু সরকার নিজস্ব ক্ষমতাবলে আদেশ জারি করেছে। যার মস্তিষ্কে জনগণ থাকে, সে এমন ড্রাফট করতে পারে না। এটা জনবিরোধী আদেশ।”

তিনি আরও দাবি করেন, “এই আদেশ বিএনপির প্রেসক্রিপশনে তৈরি—এটা দেশের সবাই জানে।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে তিনি বলেন,
“উনি গণঅভ্যুত্থানের পর থেকেই চেষ্টা করছেন এটাকে মুজিবীয় সংবিধানের ভেতরে ঢোকাতে। উনি যদি সত্যিই জনগণকে মাথায় রাখতেন, এ ধরনের ড্রাফট তৈরির সঙ্গে যুক্ত হতেন না।”

বিএনপির আচরণ নিয়েও সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
তার অভিযোগ, “সংস্কার কমিশনে গিয়ে তারা গুন্ডামি করেছে। সবাই এক বিষয়ে একমত হওয়া সত্ত্বেও তারা ভেটো দিয়েছে—বলে ‘খেলায় আছি, কিন্তু তালগাছটা আমার"। 

তিনি জানান, “জুলাই সনদের আইনি ভিত্তি মিলেছে বটে, কিন্তু নৈতিক ভিত্তি পাওয়া যায়নি। আমরা আগেই বলেছিলাম, ড. ইউনূসকে এটি দিতে হবে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পারবেন না।”

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর