[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

“আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন—না হলে নির্বাচন হবে না” : এটিএম মাসুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

তিনি বলেছেন, “আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন; না হলে নির্বাচন হবে না।”

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালীর পৌরবাজারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরবাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এটিএম মাসুম বলেন, জুলাই সনদের ভিত্তিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেশের জনগণকে দেওয়া হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে এ সনদকে আদর্শিকভাবে গ্রহণ এবং গণভোটের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছিল।

তিনি অভিযোগ করেন, দেশের সঠিক গণতান্ত্রিক অগ্রযাত্রাকে একটি কুচক্রী মহল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, “কিছু মহল বলছিল—এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, রাজপথে নামার প্রয়োজন নেই। কিন্তু প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করেছে আমাদের আন্দোলনের যৌক্তিকতা। আমরা আগেই আশঙ্কা করেছিলাম, প্রধান উপদেষ্টার আশপাশে এমন কিছু শক্তি রয়েছে যারা অতীতেও দেশকে সঠিক পথে চলতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।”

এটিএম মাসুম জানান, এই আশঙ্কার প্রেক্ষিতে জামায়াত পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন শুরু করে এবং এতে আরও কয়েকটি ইসলামি দলও যুক্ত হয়।
তিনি বলেন, জামায়াতের পাঁচ দফা দাবি হলো—

  1. জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করা
  2. গণভোটের মাধ্যমে সনদকে জাতীয় মহাসনদ হিসেবে প্রতিষ্ঠা করা
  3. আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা
  4. বিগত স্বৈরশাসকের বিচার নিশ্চিত করা
  5. নির্বাচন পরিষদকে স্বাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা

তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এই দাবিগুলোর পক্ষে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর