[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

আ.লীগ নেতা আরাফাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ২:৩৯ পিএম

লাল চিহ্নিত ব্যাক্তি আরাফাত

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা আরাফাত রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আরাফাত রহমান সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং চরআবদানী এলাকার মৃত কাদের সিকদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির টহল দল রাতে ওই এলাকা থেকে আরাফাতকে আটক করে। বিএনপির অফিসে অগ্নিসংযোগসহ রাজনৈতিক অস্থিরতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর