[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ১২:২৩ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের প্রত্যাশা পূর্ণ হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ আমরা যে ৪৮টি প্রস্তাবে সর্বসম্মত হয়েছি, সেগুলো জাতীয় নির্বাচনের আগেই জাতির সামনে উপস্থাপন করা উচিত—যাতে ভোটাররা তা বিবেচনায় নিয়ে গণভোটে সিদ্ধান্ত দিতে পারেন।’

তিনি আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ভোটপ্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করতে পারে। তার ভাষায়, ‘একই সময়ে ভোটারদের জাতীয় নির্বাচনের প্রতীকে ভোট দেওয়া এবং গণভোটে অংশ নেওয়া—এটা একটি বাস্তব সংকট তৈরি করবে।’

জামায়াত নেতা বলেন, দেশের পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা থেকে দেখা যায়, কোথাও না কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা দেয়। ‘কোনো কেন্দ্রে ভোট বন্ধ হলে গণভোটের ফলাফল কীভাবে নির্ভরযোগ্য থাকবে—সে প্রশ্ন থেকেই যায়,’ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াত ও সমমনা আটটি দল দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে সম্পন্ন করা হোক।

‘তাহলে গণভোটের আইনি ভিত্তি আরও দৃঢ় হতো এবং পরবর্তীতে কোনো আইনি জটিলতা তৈরি হতো না। কিন্তু একই দিনে দুটি ভোটের ঘোষণা সেই অনিশ্চয়তাকে বহাল রেখেছে,’ বলেন গোলাম পরওয়ার। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর