[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ৬:৪৭ পিএম

সংগৃহীত ছবি

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা তার নিজের স্বাক্ষর করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন,

“প্রধান উপদেষ্টা নিজেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। অথচ আজকের ভাষণের মাধ্যমে তিনি সেটি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার মন্তব্য।”

তবে জুলাই সনদ কীভাবে লঙ্ঘন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি। সালাহউদ্দিন জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যার পর বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

বিএনপি নেতারা প্রাথমিকভাবে দাবি করেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন। তাই প্রধান উপদেষ্টার ঘোষণায় যে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫” এর কথা বলা হয়েছে, সেটি সংবিধানবিরোধী হতে পারে বলে দলটির অভিমত।

এর আগে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে, যা জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের চারটি প্রস্তাবের ওপর ভিত্তি করে হবে।
তিনি বলেন, “জুলাই জাতীয় সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি, যাতে নাগরিকরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারবেন।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর