চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান
বলেছেন, দেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন হবে। তিনি বলেন, এই নির্বাচন দেশের নতুন ভবিষ্যৎ নির্মাণের সুযোগ এনে দেবে, যেখানে জনগণের বিজয় নিশ্চিত। কোনো শক্তিই এ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান আরও বলেন, “এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য বহুবার রক্ত দিয়েছে, রক্ত দিয়েই স্বাধীনতা অর্জন করেছে। জনগণ আবারও ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে।”
তিনি উল্লেখ করেন, ধানের শীষ জনগণের আস্থার প্রতীক। সারাদেশে এই প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা কোনো ষড়যন্ত্রেই থামানো যাবে না।
আবু সুফিয়ান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আদর্শ অনুসরণে তারেক রহমান দেশের কল্যাণে ৩১ দফা কর্মসূচি নিয়েছেন। এসব দফায় সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপ দেওয়া সম্ভব।
গণসংযোগে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: