[email protected] মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, একজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ১:৫৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। আগে থেকেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন, তবে ঘটনার পর অতিরিক্ত ফোর্স পাঠানো হয়।

এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, “রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আমাদের নেতাকর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গেলে দৌড়ে পালানোর সময় একজনকে ধরে ফেলা হয়।”

এর আগে একই সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে যাওয়া ওই ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে।

বাসটি তখন পার্কিং অবস্থায় ছিল নাকি যাত্রীবাহী, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, বাসের পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখছে পুলিশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর