কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে শাখা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ-র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
সংগঠনটির নেতারা জানান, প্রথম দিনেই প্রায় ৬০০ শিক্ষার্থী সদস্য ফরম সংগ্রহ করেছেন। আগামী সোমবার ও মঙ্গলবারও এই কার্যক্রম চলবে।
সদস্য সংগ্রহ প্রসঙ্গে কুবি ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, তরুণ মেধাবীদের ছাত্রদলে সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীর তার পছন্দের সংগঠন বেছে নেওয়ার অধিকার রয়েছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, ‘আজ প্রথম দিনেই ৬০০-এর বেশি ফরম বিতরণ হয়েছে। আশা করছি আগামী দুই দিন আরও অনেক শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হবেন।
এদিকে, শাখা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত করতে নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়া চলছে।
আমরা চাই বৈষম্যহীন ও মুক্তচিন্তার ক্যাম্পাস, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে মতামত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: