[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫ ৭:৩১ পিএম

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ল দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

  • আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সহসম্পাদক মো. মেজবাহ উদ্দিন প্রিন্স (৪৩)
  • নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ (২৭)

রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর তুরাগ এলাকা থেকে মেজবাহ উদ্দিন প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহবাগ থানার বঙ্গ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রায়হান খান আজাদকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিবি গুলশান বিভাগ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর