[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১১:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,

 

“ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং জনগণের ভোটে নির্বাচিত, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।” তিনি জোর দিয়ে বলেন, সরকারের কাজ কোনো রাজনৈতিক দলের স্বার্থরক্ষা নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট।

তারেক রহমান বলেন, অতীতে দেশে ফ্যাসিবাদী শাসন চলাকালে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখেরও বেশি মামলা, শত শত গুম-খুন ও নিপীড়ন চালানো হয়েছিল। রাতারাতি আদালত বসিয়ে রায় দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিশোধপরায়ণতার কারণে—যা আইনের শাসনের ঘাটতিরই প্রমাণ।

তিনি আরও বলেন, “স্বৈরাচারী সময়কালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান—কেউ নিরাপদ ছিল না। রামু, নাসিরনগরসহ বিভিন্ন ধর্মীয় স্থানে হামলার ঘটনা ঘটলেও কোনো নিরপেক্ষ তদন্ত বা বিচার হয়নি।” তিনি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার প্রকৃত কারণ উদঘাটনে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমানের মতে, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায়বিচারই পারে সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয়ের অধিকার রক্ষা করতে।

তিনি সতর্ক করে বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্ন গোপন কৌশলে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি তিনি আহ্বান জানান যেন তারা এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকে এবং জাতীয় ঐক্য বজায় রাখে।

বিএনপি নেতা আরও বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতিতে বিশ্বাস করি। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।”

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর নারীপ্রধানদের নামে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ‘ফার্মার্স কার্ড’ প্রদান করে তাদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তরুণদের বেকারত্ব দূর করতে কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর