[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

জামায়াত বাদে সব ইসলামী দলকে ঐক্যের আহ্বান হেফাজত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১১:০৩ পিএম

সংগৃহীত ছবি

জামায়াত ইসলামীকে বাদ দিয়ে দেশের সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, “জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, তারা মওদুদীর ইসলাম মানে।”

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান আয়োজিত ‘কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনাসভা ও জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জানা যায়, বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলাম ছাড়া অন্যান্য বেশিরভাগ ধর্মভিত্তিক দল জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে। হেফাজত ঘরানার কিছু দলও জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে। অন্যদিকে জমিয়ত বিএনপির সঙ্গে জোটবদ্ধ হচ্ছে। হেফাজতের কিছু নেতাও সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই সম্মেলনে জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।

আল্লামা বাবুনগরী বলেন, “অতীতেও বহুবার ঐক্যের ডাক দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এখনো সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। ইসলাম ও ইসলামের মূলধারাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত যেন না নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমরা কঠিন সময় পার করছি। একদিকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধের ওপর নানা আঘাত আসছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তি বাংলাদেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের জন্য এক অশনি সংকেত। এটি ইসলাম ও জাতীয় স্বার্থের পরিপন্থী।”

জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল আলা মওদুদীর সমালোচনা করে হেফাজত আমির বলেন, “মওদুদীর পুরো জীবন কেটেছে সাহাবিদের বিতর্কিত করার কাজে। তার চিন্তাধারা ইসলামী ঐতিহ্যের পরিপন্থী। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর