[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৫ কার্তিক ১৪৩২

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ১০:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক গণসমাবেশে এ ঘোষণা দেন দলটির সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ও ত্যাগ অনন্য। তাই তিনি যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না।”

নুর আরও বলেন, খালেদা জিয়ার পাশাপাশি দেশের অন্যান্য জাতীয় নেতৃত্বের প্রতিও সম্মান জানিয়ে জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যারা গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, তাদের আসনেও প্রার্থী না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “জাতীয় নেতাদের প্রতি সম্মান দেখিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করা দরকার। বাংলাদেশ পুনর্গঠনের এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে’ শীর্ষক এই গণসমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ, সোহাগ হোসেন প্রমুখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর