বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাঁর বক্তব্য উদ্ধৃত করার সময় নামের সঙ্গে কোনো বিশেষণ ব্যবহার না করতে।
এটি তাঁকে বিব্রত করে বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, “আমি সভাপতির মাধ্যমে সবার কাছে বিশেষ অনুরোধ জানাতে চাই—আমার নামের আগে কোনো বিশেষণ ব্যবহার করবেন না।”
অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের দায়িত্ব নয়। বিএনপি তাই কোনো চাপ প্রয়োগের পথ না নিয়ে ভিন্নমতের জায়গাগুলোতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এটিকেই দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ বলে মনে করে দলটি।
ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে বিএনপি সমঝোতার সম্পর্ক ধরে রেখেছে। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার গঠনই এই সরকারের প্রধান কাজ, দলীয় স্বার্থ রক্ষা নয়।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড বর্তমানে দেশের সামনে তৈরি হওয়া নতুন সুযোগকে বিঘ্নিত করার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি হবে।
এসআর
মন্তব্য করুন: