নিষিদ্ধ থাকা অবস্থায় বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ছাত্রলীগের এক সাবেক শীর্ষ নেতা।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে বাংলাদেশে ফেরার পর তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দর সূত্র জানায়, ওই নেতা দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত ছিলেন।
সম্প্রতি তিনি সংগঠনে পুনঃপ্রবেশের চেষ্টা করছিলেন বলে খবর পাওয়া যায়। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি বলেন, “ওই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: