আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে ধানের শীষ ও দাড়িপাল্লার লড়াই ঘিরে জেলায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবারও এই আসনে প্রার্থী হচ্ছেন বলে নিশ্চিত করেছে দলটি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম ‘দুর্গ’ হিসেবে পরিচিত।
তবে এবারের নির্বাচনে বিএনপিকে মোকাবিলা করতে হবে জামায়াতে ইসলামীকে, যারা ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বগুড়ায় নিজেদের অবস্থান শক্ত করেছে। ইতোমধ্যে দলটি এ আসনে গোলাম রব্বানীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
বগুড়া-৭ আসনটি গঠিত গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে। খালেদা জিয়া অতীতে একাধিকবার এ আসন থেকে নির্বাচিত হলেও প্রতি বারই উপনির্বাচনের জন্য আসনটি ছেড়ে দিয়েছেন। স্বাধীনতার পর থেকে মূল নির্বাচন ও উপনির্বাচন মিলিয়ে এ আসনে ১৫ বার ভোট অনুষ্ঠিত হয়েছে—এর মধ্যে বিএনপি ১০ বার, আওয়ামী লীগ দুবার, জাতীয় পার্টি দুবার এবং স্বতন্ত্র প্রার্থী একবার বিজয়ী হন।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, খালেদা জিয়া এবারের নির্বাচনে নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং দলকে আবারও হারানো দুর্গ পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন। তবে তিনি প্রার্থী না হলে অন্তত দুজন সিনিয়র নেতা এ আসনে বিএনপির টিকিট প্রত্যাশা করছেন বলে জানা গেছে।
এদিকে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আবদুল মালেক বলেন, “বগুড়া-৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম রব্বানী একক প্রার্থী। আমরা আশাবাদী, তিনি বিজয়ী হবেন।”
বর্তমানে এ আসনে বিএনপি ও জামায়াত ছাড়া অন্য কোনো বড় রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থী এখনো সক্রিয় নয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন সম্ভাব্য প্রার্থী মামলার কারণে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: