[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২

১০-২০ কোটি টাকা ছাড়া নির্বাচন করা কঠিন: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ৯:৪৩ পিএম

সংগৃহীত ছবি

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিপুল অর্থ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আসিফ মাহমুদ।

তিনি বলেন, “এখন যাদের হাতে বিপুল পরিমাণ অর্থ আছে, মূলত তারাই নির্বাচনে অংশ নিতে পারছেন। কেউ যদি অন্যের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনে যান, তাহলে নির্বাচিত হওয়ার পর তাকে সেই অর্থদাতার স্বার্থই রক্ষা করতে হয়। ব্যবসায়ী বা ধনীদের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনে গেলে তাদের প্রভাবমুক্ত থাকা সম্ভব নয়।”

নির্বাচনে অংশগ্রহণের বাস্তবতা নিয়ে তিনি আরও বলেন, “আমাদেরও ভাবতে হয়— আমরা কি নির্বাচনে যাব, গেলে কীভাবে যাব। মানুষ কি টাকা ছাড়া ভোট দেবে? বর্তমান কাঠামোর মধ্যে নির্বাচন করা কতটা বাস্তবসম্মত, সেটিও বড় প্রশ্ন। অনেকে জোহরান মামদানির উদাহরণ দেন, কিন্তু এমন ব্যতিক্রমী ঘটনা ৩০০ আসনে ঘটানো সম্ভব নয়।”

আলোচনা সভায় উপস্থিত কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেন, “সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই। গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সম্ভব।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর