[email protected] শনিবার, ৮ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কোনো বিষয় থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না। যা নিয়ে ঐকমত্য হয়েছে, তা জনগণই চূড়ান্তভাবে নির্ধারণ করবে।

জনগণ যা বলবে, সেটাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে দ্রুতই নির্বাচনের দিকে অগ্রসর হবো। গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমরা এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আগামীর সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা একসঙ্গে কাজ করুন। জুলাই সনদের পথ বাস্তবায়নে শিক্ষকদের অংশগ্রহণ অপরিহার্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তা নিশ্চিত করার চেষ্টা করব।”

আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থনের অংশীদারদের পার্লামেন্টে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “সেই সংসদ থেকেই নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু হবে।”

জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকার প্রশংসা করে নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছর ধরে দলীয় বিবেচনায় শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী কাঠামো এখনো সমাজে বিদ্যমান। ব্যক্তি ও সমাজের মানসিকতার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।”

তিনি বলেন, বেকারত্ব দূর করতে হলে আগে শিক্ষা খাতে আমূল সংস্কার আনতে হবে।

শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রাসঙ্গিকভাবে গড়ে তোলা ছাড়া রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তবে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর