[email protected] শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২

বিএনপি–জামায়াতের সঙ্গেও জোট হতে পারে : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫ ৯:১৩ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি বা জামায়াত—সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হলে তাদের সঙ্গেও জোট হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশ এখন এক সংকটময় সময়ে রয়েছে। বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়া নিয়ে একমত হয় এবং তা বাস্তবায়নের অঙ্গীকার করে, তাহলে তাদের সঙ্গে আমাদের জোট হতে পারে।”

তবে তিনি স্পষ্ট করে জানান, “বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত পূরণ না হলে এনসিপি কোনো জোটে যাবে না।”

এসময় তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, তবে জুলাই যোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, মনোনয়ন যাচাই–বাছাই চলবে ১৩ নভেম্বর পর্যন্ত এবং ১৫ নভেম্বর দলের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর